Saturday, 13 February 2010

সার্চ ইঞ্জিন র‍েংক, SEO ও এডসেন্স বিষয়ক টিপস

কিছু টিউনারের আপত্তি থাকায় ভেবেছিলাম এই ধারাবাহিক টিউনের পরবর্তী পর্ব আর লিখব না। কিন্তু অনেক টিউনাররা আমাকে আবারো অনুরোধ করায় তাই তাদের আগ্রহের কিছু বিষয়ের উত্তর নিয়ে এই টিউনের আরো একটি পর্ব লিখছি। যাই হোক মূলকথায় আসি।
প্রথমেই বলব সার্চ ইঞ্জিনে সাইট সাবমিট করার সম্বন্ধে। ইয়াহূতে আপনার সাইট সাবমিট করার জন্য এই লিংকে যান।
তারপর সাইট সাবমিটে ক্লিক করুন ছবিতে দেখানো অংশের মত।
 সার্চ ইঞ্জিন র‍েংক, SEO ও এডসেন্স বিষয়ক টিপস পর্ব পাঁচ | Techtunes
এবার যে পেজটি আসবে তা থেকে সাবমিট ইউর সাইট ফ্রিতে ক্লিক করুন।
 সার্চ ইঞ্জিন র‍েংক, SEO ও এডসেন্স বিষয়ক টিপস পর্ব পাঁচ | Techtunes
এবার সাবমিট এ ওয়েবপেজ এ ক্লিক করুন।
 সার্চ ইঞ্জিন র‍েংক, SEO ও এডসেন্স বিষয়ক টিপস পর্ব পাঁচ | Techtunes
এই পেজের ঘরটিতে আপনার সাইটের ইউআরএল টি লিখে সাবমিট ইউআরএল এ ক্লিক করুন।
 সার্চ ইঞ্জিন র‍েংক, SEO ও এডসেন্স বিষয়ক টিপস পর্ব পাঁচ | Techtunes
গুগলে পেজ সাবমিট না করলেও গুগল তা ঠিকই খুজে নেয়। আর গুগল সহ আরো বেশ কয়েকটি সার্চ ইঞ্জিনে পেজ সাবমিট করার সহজ একটি পদ্ধতি আছে। এ পদ্ধতির ব্যাপারে হাবিবুর ভাই আগেই একটি টিউন করায় আমি আর তা নিয়ে লিখব না।
গুগলে পেজ সাবমিট করাটা খুবই সহজ বলে এ ব্যাপারে না বলে গুগল পেজে আপনার সাইটের অবস্থান এগিয়ে নেয়ার জন্য বেশ কয়েকটি ট্রিকস আছে তার মধ্যে একটি ট্রিকস এর কথা বলব।
এ জন্য প্রথমেই আপনার জিমেইল একাউন্টে লগ ইন করুন এবং এখান থেকে গুগলে চলে যান। এবার সাইন ইন অবস্থায় আপনার সাইটের কী ওয়ার্ড দিয়ে সার্চ করুন। এবার পেজের নিচে এসে দেখুন এড এ রেজাল্ট একটা অপশন আছে এতে ক্লিক করুন।
 সার্চ ইঞ্জিন র‍েংক, SEO ও এডসেন্স বিষয়ক টিপস পর্ব পাঁচ | Techtunes
এখানে ক্লিক করলে একটি ঘর আসবে সেখানে আপনার সাইটের এ্যাড্রস লিখে প্রিভিউতে ক্লিক করুন।
 সার্চ ইঞ্জিন র‍েংক, SEO ও এডসেন্স বিষয়ক টিপস পর্ব পাঁচ | Techtunes
প্রিভিউতে ক্লিক করলে আপনার সাইটের প্রিভিউ দেখাবে এখান থেকে এড বাটনে ক্লিক করে আপনার সাইটটি প্রথম পাতায় এড করে নিন এবং এবার আপনার সাইটকে ভোট ও কমেন্ট করুন। তারপর লগ আউট করুন।
 সার্চ ইঞ্জিন র‍েংক, SEO ও এডসেন্স বিষয়ক টিপস পর্ব পাঁচ | Techtunes
এভাবে বেশ কিছু একাউন্ট থেকে আপনার সাইটকে ভোট করুন এবং আপনার বন্ধুদেরও বলুন আপনার সাইটকে ভোট করতে। তবে প্রতিবার লগ আউট করে দেখুন আপনার সাইটের অবস্থান কারন লগইন করা অবস্থায় আপনার কাষ্টমাইজ রেজাল্ট দেখতে পাবেন কিন্তু প্রকৃত অবস্থান দেখতে পাবেন লগ আউট করে। আর এ কাজটি নিয়মিত করতে পারলে আপনার সাইটের অবস্থান বেশ এগিয়ে যাবে আর তখন এরকম দৃশ্য খুবই স্বাভাবিক।
 সার্চ ইঞ্জিন র‍েংক, SEO ও এডসেন্স বিষয়ক টিপস পর্ব পাঁচ | Techtunes
আর হাবিবুর ভাই বলেছিলেন নিজের সাইটের সার্চ ইঞ্জিনে কিভাবে নিজের সাইটকে উপরে রাখতে হয় তার উপর টিউন করতে। আমি সেটার বিষয়েও এখানে বলে দিচ্ছি। এডসেন্স থেকে সার্চ ইঞ্জিন যোগ করার সময় এডসেন্স ফর সার্চে যখন বিভিন্ন অপশন নির্বাচন করবেন তখন সার্চ টাইপে অনলি সাইটস আই সিলেক্ট অপশনটি সিলেক্ট করুন এবং সিলেক্টেড সাইট এর ঘরে আপনার পছন্দের সাইটগুলোর ডোমেইন দিয়ে দিন। তাহলেই দেখবেন সার্চ রেজাল্টে আপনার সাইটগুলোই থাকছে।
 সার্চ ইঞ্জিন র‍েংক, SEO ও এডসেন্স বিষয়ক টিপস পর্ব পাঁচ | Techtunes
তবে সার্চ ইঞ্জিনে উন্নতি একটা ধারাবাহিক ব্যাপার এখানে ধাপে ধাপে উন্নতি করতে হয়। একদিনেই উন্নতি সম্ভব নয়। কিছুদিন আগে একজন টিউনার বলেছিলেন সার্চ ইঞ্জিনে ভাল অবস্থন পেতে এক ও দুই নাম্বারে থকা সাইটগুলোর দূর্বলতা বের করে তা অতিক্রম করতে। দূর্বলতার বিষয় না হয় অতিক্রম করলেন কিন্তু সবল বিষয় গুলোতে তো আগে তার সমকক্ষ হতে হবে তাই না। তাই যে কোন সাইটই রাতারাতি এক নম্বরে আসতে পারেনা। এক নম্বরই আসার সম্ভাবনা তাদেরই থাকে যাদের অবস্থান এক নাম্বারের কাছাকাছি।

0 Comments:

 

blogger templates 3 columns | Make Money Online