কিছু দিন আগে টেকটিউনসে কেউ একজন ভয়েস রেকোর্ডিং এর সফটওয়্যার চাচ্ছিলেন। তবে আমার টিউন করা মনে হয় আনেক দেরি হয়ে গেছে। তারপরও যদি কেউ প্রয়োজন মনে করেন এটি ব্যবহার করে দেখতে পারেন। রেকোর্ডপ্যাড এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে আপনি আনলিমিটেড ভয়েস রেকোর্ডিং করতে পারেন । রেকোর্ড করা ফাইল এম.পি.৩, ওয়েভ ইত্যাদি ফরমেটে সেভ করতে পারেন এবং রেকোর্ড করা ফাইলের মান খুবই ভাল। এটি দিয়ে আপনি অতি তাড়াতাড়ি আপনার ভয়েস রেকোর্ড করতে, ম্যাসেজ রেকোর্ড এবং প্রেজেন্টেশন করতে পারবেন। এটি উইন্ডোজ এক্স.পি, উইন্ডোজ ভিসতা, ম্যাক ও লিনাক্স অপারেটিং সিস্টেম এ ব্যবহার করা যাবে।
মেইন ফিচার:
- ভয়েস রেকোর্ড, সাউন্ড রেকোর্ড এবং নোট করা
- এম.পি.৩, ওয়েভ ইত্যাদি ফরমেটে হার্ডডিস্কে সেভ করা যায়।া
- হেড ফোন লাগিয়ে রেকোর্ডিং করতে পাবেনা
- রেকোর্ডিং ফাইল প্লে করতে পারবেনা
- সরাসরি ইমেইল এবং এফ.টি.পি সারভারে আপলোড করার অপশন আছো
- শুধু ডেমো ভাসর্ন
তবে একটা কথা আমি স্বীকার করতে চাই যে, এর থেকে জেট অডিও অনেক ভালো হবে। এটি আমাদের সকলের পিসিতে আছে। তবে তবে এটিও আপনারা ব্যবহার করতে পারেন। কবে এটি শুধু ডেমো ভাসর্ন। আপনাদের কাছে যদি এর কী থাকে তাহলে আমার সাথে শেয়ার করতে পারেন।
0 Comments:
Post a Comment