Friday, 12 February 2010

ভয়েস ও ভিডিও চ্যাট যুক্ত হলো জি-টকে

অনলাইনে কথা বলার জন্য বা আড্ডা দেবার জন্য চ্যাটের কোন বিকল্প নেইশুধু ইন্টারনেট সংযোগ থাকলেই বিনামূল্যে পৃথিবীর একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে কথা বলা যায় কোন সময়ের হিসেব ছাড়াইচ্যাটের জন্য সবচাইতে বিখ্যাত সফটওয়্যার হচ্ছে ইয়াহু ম্যাসেঞ্জারতবে ইয়াহুর পাশাপাশি মাইক্রোসফট নেটওয়ার্ক (এমএসএন) বা জিমেইল ব্যবহারকারীরাও চ্যাট করে থাকেনগুগল মেইল বা জিমেইলের চ্যাট সার্ভিসের নাম হচ্ছে জি-টক যার ডেস্কটপ ও অনলাইন দুই ধরণের সংস্করণই আছেসবচেয়ে মজার বিষয় হলো, জি-টকে লগইন করতে বা চ্যাট করতে আপনাকে তৃতীয় কোন ওয়েবসাইটে যেতে হবে নাজিমেইলে লগইন করলেই আপনি স্বয়ংক্রিয়ভাবে জি-টকে লগইন হয়ে যাবেন
জি-টকের ডেস্কটপ ভার্সন থাকলেও এতদিন টেক্সট চ্যাট ছাড়া অন্য কোন উপায় যেমন ভয়েস বা ভিডিও চ্যাটের সুবিধা ছিল নাসম্প্রতি একসঙ্গে এই দুইটি সুবিধা দিল জি-টকএর আওতায় আপনি ইয়াহু বা এমএসএনের মতই ভয়েস ও ভিডিও চ্যাট করতে পারবেনএর জন্য আপনাকে আপনার ব্রাউজারের জন্য শুধু বাড়তি একটি প্লাগ-ইন ডাউনলোড করে নিতে হবেতারপর জিমেইলে লগইন করে ব্রাউজারেই আপনি ভয়েস বা ভিডিও চ্যাট করতে পারবেন

0 Comments:

 

blogger templates 3 columns | Make Money Online