আপেরা ব্রাউসারের বিভিন্ন সুবিধা আছে যা অনেকের পচ্ছন্দ। কিন্তু add-ones ছাড়াও বিভিন্ন সুবিধার কারনে আমরা ফায়ারফক্স ব্যবহার করে থাকি। যদি অপেরার সুবিধা গুলো আমরা ফায়ারফক্সে পাই তাহলে আমরা ফায়ারফক্সের ভিতোরে অপেরা সুবিধ পেয়ে যাব। এই সুবিধা পেতে আপনাকে কতগুলো add-ones ব্যবহার করতে হবে সেগুলো নিচে দেয়া হল…
Sunday, 14 February 2010
আপেরা এর সুবিধা গুলো নিয়ে নিন আপনার ফায়ারফক্সে।
Posted by Blog at 04:26 0 comments
Labels: কাজের ওয়েব সাইট
Saturday, 13 February 2010
ভালোবাসা দিবসে কিছু গিফট…আপনাদের জন্য > ফটোশপ ট্রেমপ্লেট, ওয়ালপেপার, থিম, আইকন, ফন্ট…
ভালোবাসা দিবসের শুভেচ্ছা রইল…. ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে আপনাদের কিছু গিফট দিবো, আশা করি ভালো লাগবে… ফটোশপ ট্রেমপ্লেট, ওয়ালপেপার, থিম, আইকন, ফন্ট…
* Valentine’s Themes For XP
এই থিমটি দিয়ে আপনার ডেক্সটপকে আকর্ষনীয় করে তুলতে পারেন। থিমটি শুধু উন্ডোড এক্সপি ব্যবহার কারীদের জন্য। এক্ষুনি ভালোবাসার রঙে সাজিয়ে নিন আপনার কম্পিউটারকে….* HD Wallpaper
আকর্ষনীয় কিছু ওয়ালপেপার ডাউনলোড করতে পারেন। ইচ্ছে করলে ব্যবহার করতে পারেন আপনার ডেক্সটপের ওয়ালপেপার হিসেবে…..* Love Psd Template for Valentines Day
৪টি ফটোশপ ট্রেমপেট আপানাদের জন্য। ইচ্ছে করলে ফটোশপে আরো কিছু এডিট করে সুন্দর ওয়ালপেপার বানানি নিতে পারেন| 4 PSD | 300 dpi | 2200×1600 |
* Font Collection
আকর্ষনীয় কিছু ফন্ট ফ্রি ডাউনলোড করতে পারেন।* Icon Packager
Posted by Blog at 23:18 0 comments
Labels: কাজের সফটওয়্যার
মোবাইল টু মোবাইল কথা বলার ধারুন একটি মেসেন্জার
Posted by Blog at 23:11 0 comments
Labels: ফ্রিকল
আইপি হাইড এখন হাতের মুঠোয় (মডেম/LAN Connection/কেবল কানেকশন সার্পোটেড)
টা আমার প্রথম টিউন, জানি না আপনাদের কেমন লাগবে…ভাল হলে মন্তব্য করবেন।
আইপি হাইড করতে এখন আপনাকে আর আলাদা কোনো সফটওয়্যার ব্যাবহার করতে হবে না। শুধু মাত্র আপনার ব্রাউসারে এই সুবিধা পেতে পারেন ১ ক্লিকেই। এই আইপি হাইডের কাজটি করে থাকে আমদের পরিচিতো ব্রাউসার অপেরা। আর এজন্য আপনাকে আলাদা ভাবে কোনো Widgets ইনস্টল করতে হবেনা। শুধূমাত্র আপনাকে অপেরা এর সর্বশেষ ভার্সনটি ব্যবহার করতে হবে। সর্বশেষ ভার্সন পেতে www.opera.com/browser/next এখানে যান।
প্রথমে আপনি অপেরা ব্রাউসার ওপেন করে www.whatismyip.com যান এবং চেক করুন আপনার অরজিনাল আইপি।
তারপর অপেরা টারবো চালু করুন।
এরপর আবার www.whatismyip.com যান এবং দেখুন আপনার আইপি চেনজ হয়েছে।
ভালো লাগলো কিনা বলবেন।
Posted by Blog at 17:35 0 comments
Labels: টিপস এন্ড ট্রিকস
Y! ম্যাসেন্জারে লগিন না করেই জেনে নিন কে কে আছে অনলাইনে
যবর্তমান সময়ে ইয়াহু ম্যাসেন্জার একটি জনপ্রিয় ইন্সট্যান্ট ম্যাসেন্জার সফটওয়্যার। এখানে সহজে বাডি লিস্টে ফ্রেন্ডের এড্রেস দিয়ে সেভ করে রেখে দেওয়া যায় এটা আমরা সবাই জানি। পরবর্তীতে ম্যাসেন্জারে লগিন করলে কে কে অনলাইনে আছে তা আমরা দেখতে পাই। তবে আমরা যদি সাইবার কেফেতে যায় এবং েসখানে যদি ম্যাসেন্জার সফটওয়্যার ইন্সটল করা না থাকে তাহলে কি করবেন? তবে আপনি ইহাহু মেইলে লগিন করে ও কাজ করতে পারেন। তবে আমি আরো একটি বিকল্প পথের কথা বলছি। এটি একটি ওয়েব অ্যাপ্লিকেশন। এর মাধ্যমে আপনি আপনার বাডি লিস্টের কে কে অনলাইনে আছেন তা জানতে পারবেন এবং নিজেকে সম্পুর্ন ইনভিসিবল রেখে।
প্রথমে http://www.vizgin.com/ সাইটে যান। তারপর টেক্সট বক্সে আপনার ফ্রেন্ডের অ্যাড্রেস টাইপ করে Y! বাটনে ক্লিক করুন। কয়েক সেকেন্ডে আপনি তার স্টাটাস দেখতে পারবেন এবঙ তার প্রোফাইল পিকচারও দেখতে পারবেন। এসময় আপনি সম্পুর্ন ইনভিসিবল থাকবেন।
সূত্র: আমার নিজস্ব ব্লগ সাইট http://www.alamgers.blogspot.com
Posted by Blog at 04:02 0 comments
Labels: টিপস এন্ড ট্রিকস
ওয়ার্ডপ্রেস ও ব্লগার ব্লগে যুক্ত করুন Google Buzz এর Buzz it বাটান !
গুগল বাজ এসেই অনেক হইচই ফেলে দিয়েছে । wava এর ফ্লপ খাওয়ার পর গুগল মনে হয় নিজেও ভাবেনি যে গ্রাহকরা Buzz এত দ্রুত গ্রহন করবে । যাইহোক , আপনি চাইলে সহজেই আপনার ব্লগে Buzz it বাটানযুক্ত করতে পারবেন ।
Blogger এর জন্য:
Blogger ব্যবহারকারীরা প্রথমে Blogger এ লগ ইন করে Layout থেকে Edit Html এ যান । এবার “Expand Widget Templates” এর পাশে টিক চিহ্ন দিন । নতুন পেজ আসলে তাতেhttp://www.google.com/reader/link?url=" + data:post.url + "&title=" + data:post.title' target='_blank' title='Buzz this'>http://lh6.ggpht.com/_aQ9isAh6Od0/S3Qrot-P2VI/AAAAAAAACbE/2DbNV1dp9tw/google-buzz.png'/>
WordPress Self hosted এর জন্য:
WP এর মজা হচ্ছে এতে সব কিছুতেই কষ্ট কম লাগে । WordPress এর জন্য নামিয়ে নিন এই প্লাগইনটি । তবে আমার হয় কিছু থীমে এটা সমস্যা করতে পারে । প্লাগইনটির ব্যাপারে আরো জানতে চাইলে এর নির্মাতার ব্লগটি দেখতে পারেন । আর WordPress.com ব্যবহারকারীদের কিছুদিন অপেক্ষা করতে হবে ।এই পদ্ধতিগুলোতে Google reader এর মাধ্যমে পোষ্ট হচ্ছে তাই Buzz এ যাদের Reader বন্ধ করা তাদের ক্ষেত্রে এগুলো কাজ করার কথা না ।
Posted by Blog at 04:00 0 comments
Labels: টিপস এন্ড ট্রিকস
কম মুল্যে ওয়েব সাইট তৈরি করুন
কম মুল্যে ওয়েব সাইট তৈরি করুন
ইন্টারনেটে টাকা আয়ের ভাল মাধ্যম এখন ব্লগ আর এই ব্লগ সাইট অনেকে তৈরি করতে পারেনা আবার কেউ সাইট বানাতে পারে ,কিন্তু এডসিন্স এড পায়না তাই আমি আপনাদেরকে কম মুল্যে ব্লগ সাইট ও এডসিন্স রেজিষ্টেশন করে দিব ।মাত্র একবার এপ্লাই করলেই আপনার সাইটে এড পেয়ে যাবেন ।আগ্রহীরা আজই যোগাযোগ করুন এই নাম্বারে ০১৮১৪৮২৭৩৬০
প্রিমিয়াম চার্জ মাত্র ১০০ টাকা
Posted by Blog at 01:35 0 comments
Labels: ঘোষনা
সার্চ ইঞ্জিন রেংক, SEO ও এডসেন্স বিষয়ক টিপস
কিছু টিউনারের আপত্তি থাকায় ভেবেছিলাম এই ধারাবাহিক টিউনের পরবর্তী পর্ব আর লিখব না। কিন্তু অনেক টিউনাররা আমাকে আবারো অনুরোধ করায় তাই তাদের আগ্রহের কিছু বিষয়ের উত্তর নিয়ে এই টিউনের আরো একটি পর্ব লিখছি। যাই হোক মূলকথায় আসি।
প্রথমেই বলব সার্চ ইঞ্জিনে সাইট সাবমিট করার সম্বন্ধে। ইয়াহূতে আপনার সাইট সাবমিট করার জন্য এই লিংকে যান।
তারপর সাইট সাবমিটে ক্লিক করুন ছবিতে দেখানো অংশের মত।
এবার যে পেজটি আসবে তা থেকে সাবমিট ইউর সাইট ফ্রিতে ক্লিক করুন।
এবার সাবমিট এ ওয়েবপেজ এ ক্লিক করুন।
এই পেজের ঘরটিতে আপনার সাইটের ইউআরএল টি লিখে সাবমিট ইউআরএল এ ক্লিক করুন।
গুগলে পেজ সাবমিট না করলেও গুগল তা ঠিকই খুজে নেয়। আর গুগল সহ আরো বেশ কয়েকটি সার্চ ইঞ্জিনে পেজ সাবমিট করার সহজ একটি পদ্ধতি আছে। এ পদ্ধতির ব্যাপারে হাবিবুর ভাই আগেই একটি টিউন করায় আমি আর তা নিয়ে লিখব না।
গুগলে পেজ সাবমিট করাটা খুবই সহজ বলে এ ব্যাপারে না বলে গুগল পেজে আপনার সাইটের অবস্থান এগিয়ে নেয়ার জন্য বেশ কয়েকটি ট্রিকস আছে তার মধ্যে একটি ট্রিকস এর কথা বলব।
এ জন্য প্রথমেই আপনার জিমেইল একাউন্টে লগ ইন করুন এবং এখান থেকে গুগলে চলে যান। এবার সাইন ইন অবস্থায় আপনার সাইটের কী ওয়ার্ড দিয়ে সার্চ করুন। এবার পেজের নিচে এসে দেখুন এড এ রেজাল্ট একটা অপশন আছে এতে ক্লিক করুন।
এখানে ক্লিক করলে একটি ঘর আসবে সেখানে আপনার সাইটের এ্যাড্রস লিখে প্রিভিউতে ক্লিক করুন।
প্রিভিউতে ক্লিক করলে আপনার সাইটের প্রিভিউ দেখাবে এখান থেকে এড বাটনে ক্লিক করে আপনার সাইটটি প্রথম পাতায় এড করে নিন এবং এবার আপনার সাইটকে ভোট ও কমেন্ট করুন। তারপর লগ আউট করুন।
এভাবে বেশ কিছু একাউন্ট থেকে আপনার সাইটকে ভোট করুন এবং আপনার বন্ধুদেরও বলুন আপনার সাইটকে ভোট করতে। তবে প্রতিবার লগ আউট করে দেখুন আপনার সাইটের অবস্থান কারন লগইন করা অবস্থায় আপনার কাষ্টমাইজ রেজাল্ট দেখতে পাবেন কিন্তু প্রকৃত অবস্থান দেখতে পাবেন লগ আউট করে। আর এ কাজটি নিয়মিত করতে পারলে আপনার সাইটের অবস্থান বেশ এগিয়ে যাবে আর তখন এরকম দৃশ্য খুবই স্বাভাবিক।
আর হাবিবুর ভাই বলেছিলেন নিজের সাইটের সার্চ ইঞ্জিনে কিভাবে নিজের সাইটকে উপরে রাখতে হয় তার উপর টিউন করতে। আমি সেটার বিষয়েও এখানে বলে দিচ্ছি। এডসেন্স থেকে সার্চ ইঞ্জিন যোগ করার সময় এডসেন্স ফর সার্চে যখন বিভিন্ন অপশন নির্বাচন করবেন তখন সার্চ টাইপে অনলি সাইটস আই সিলেক্ট অপশনটি সিলেক্ট করুন এবং সিলেক্টেড সাইট এর ঘরে আপনার পছন্দের সাইটগুলোর ডোমেইন দিয়ে দিন। তাহলেই দেখবেন সার্চ রেজাল্টে আপনার সাইটগুলোই থাকছে।
তবে সার্চ ইঞ্জিনে উন্নতি একটা ধারাবাহিক ব্যাপার এখানে ধাপে ধাপে উন্নতি করতে হয়। একদিনেই উন্নতি সম্ভব নয়। কিছুদিন আগে একজন টিউনার বলেছিলেন সার্চ ইঞ্জিনে ভাল অবস্থন পেতে এক ও দুই নাম্বারে থকা সাইটগুলোর দূর্বলতা বের করে তা অতিক্রম করতে। দূর্বলতার বিষয় না হয় অতিক্রম করলেন কিন্তু সবল বিষয় গুলোতে তো আগে তার সমকক্ষ হতে হবে তাই না। তাই যে কোন সাইটই রাতারাতি এক নম্বরে আসতে পারেনা। এক নম্বরই আসার সম্ভাবনা তাদেরই থাকে যাদের অবস্থান এক নাম্বারের কাছাকাছি।
Posted by Blog at 01:29 0 comments
Labels: কাজের ওয়েব সাইট
Friday, 12 February 2010
গুগলে দেখুন ব্যক্তিগত সার্চগুলো
একটি বিষয়ের উপরে আপনি অনেকদিন আগে গুগলে সার্চ করেছেন কিন্তু এখন সে বিষয়টি মনে করতে পারছেন না অথচ আপনার উক্ত বিষয়টি জরুরী দরকার। আপনি যদি জিমেইল একাউন্ট খোলা রাখা অবস্থায় উক্ত বিষয়ে সার্চ করে থাকেন তাহলে আপনার কোন চিন্তা নেই, আপনার সার্চের বিষয়সহ কোন কোন ওয়েবসাইট খুলেছেন তার সমস্ত বিবরণ পাবেন গুগল পার্সনালাইজড সার্চে। আপনি নিশ্চয় খেয়াল করেছেন আপনার জিমেইল একাউন্ট খোলা অবস্থায় গুগলে সার্চ করলে আপনার মেইল ঠিকানা গুগলের হোম পেইজের উপরের দিকে দেখা যায়। এমতবস্থায় আপনি যত কিছু সার্চ করেন বা সার্চ করার পরে বিষয়ভিত্তিক ওয়েবসাইটগুলো খুলে থাকেন তার সবই মনে রাখবে গুগল পার্সনালাইজড সার্চ। অর্থাৎ আপনার একাউন্ট একটিভ অবস্থায় আপনার খোঁজাখুঁজির সব খবরই গুগল পার্সনালাইজড সার্চ রেখে দিচ্ছে। আপনি যদি সেসব দেখতে চান তাহলে এখান সাইট ঢুকুন। এবার আপনার জিমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন, তাহলে দেখবেন আপনার সকল সার্চিং এর তারিখ, বার, সময় এবং বিষয়সহ সার্চ করার পর কোন কোন ওয়েবসাইট খুলেছেন তার সব হিসেবই আছে। এখানে কিক করে আপনি পুনরায় আবার সার্চ করতে পারবেন বা পূর্বে খোলা ওয়েবসাইটে ক্লিক করে ওয়েবসাইট খুলতে পারেন। এছাড়াও পছন্দের ওয়েবসাইটিকে এখানে বুকমার্ক করে রাখতে পারেন।
Posted by Blog at 22:08 0 comments
Labels: কাজের ওয়েব সাইট
জিফটোস্পেসে ছবি রাখা
Posted by Blog at 22:07 0 comments
Labels: টিপস এন্ড ট্রিকস
ভয়েস ও ভিডিও চ্যাট যুক্ত হলো জি-টকে
অনলাইনে কথা বলার জন্য বা আড্ডা দেবার জন্য চ্যাটের কোন বিকল্প নেই। শুধু ইন্টারনেট সংযোগ থাকলেই বিনামূল্যে পৃথিবীর একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে কথা বলা যায় কোন সময়ের হিসেব ছাড়াই। চ্যাটের জন্য সবচাইতে বিখ্যাত সফটওয়্যার হচ্ছে ইয়াহু ম্যাসেঞ্জার। তবে ইয়াহুর পাশাপাশি মাইক্রোসফট নেটওয়ার্ক (এমএসএন) বা জিমেইল ব্যবহারকারীরাও চ্যাট করে থাকেন। গুগল মেইল বা জিমেইলের চ্যাট সার্ভিসের নাম হচ্ছে জি-টক যার ডেস্কটপ ও অনলাইন দুই ধরণের সংস্করণই আছে। সবচেয়ে মজার বিষয় হলো, জি-টকে লগইন করতে বা চ্যাট করতে আপনাকে তৃতীয় কোন ওয়েবসাইটে যেতে হবে না। জিমেইলে লগইন করলেই আপনি স্বয়ংক্রিয়ভাবে জি-টকে লগইন হয়ে যাবেন।
জি-টকের ডেস্কটপ ভার্সন থাকলেও এতদিন টেক্সট চ্যাট ছাড়া অন্য কোন উপায় যেমন ভয়েস বা ভিডিও চ্যাটের সুবিধা ছিল না। সম্প্রতি একসঙ্গে এই দুইটি সুবিধা দিল জি-টক। এর আওতায় আপনি ইয়াহু বা এমএসএনের মতই ভয়েস ও ভিডিও চ্যাট করতে পারবেন। এর জন্য আপনাকে আপনার ব্রাউজারের জন্য শুধু বাড়তি একটি প্লাগ-ইন ডাউনলোড করে নিতে হবে। তারপর জিমেইলে লগইন করে ব্রাউজারেই আপনি ভয়েস বা ভিডিও চ্যাট করতে পারবেন।
Posted by Blog at 22:05 0 comments
Labels: টিপস এন্ড ট্রিকস
টুয়িটারের স্ট্যাটাস হিসাবে ফ্লিকআরের ফটো
Posted by Blog at 21:56 0 comments
Labels: কাজের ওয়েব সাইট
সহজেই লেখার ডিজাইন করা
Posted by Blog at 21:55 0 comments
Labels: কাজের ওয়েব সাইট
ফ্রি আনলিমিটেড ভয়েস রেকোর্ডিং সফটওয়্যার
কিছু দিন আগে টেকটিউনসে কেউ একজন ভয়েস রেকোর্ডিং এর সফটওয়্যার চাচ্ছিলেন। তবে আমার টিউন করা মনে হয় আনেক দেরি হয়ে গেছে। তারপরও যদি কেউ প্রয়োজন মনে করেন এটি ব্যবহার করে দেখতে পারেন। রেকোর্ডপ্যাড এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে আপনি আনলিমিটেড ভয়েস রেকোর্ডিং করতে পারেন । রেকোর্ড করা ফাইল এম.পি.৩, ওয়েভ ইত্যাদি ফরমেটে সেভ করতে পারেন এবং রেকোর্ড করা ফাইলের মান খুবই ভাল। এটি দিয়ে আপনি অতি তাড়াতাড়ি আপনার ভয়েস রেকোর্ড করতে, ম্যাসেজ রেকোর্ড এবং প্রেজেন্টেশন করতে পারবেন। এটি উইন্ডোজ এক্স.পি, উইন্ডোজ ভিসতা, ম্যাক ও লিনাক্স অপারেটিং সিস্টেম এ ব্যবহার করা যাবে।
মেইন ফিচার:
- ভয়েস রেকোর্ড, সাউন্ড রেকোর্ড এবং নোট করা
- এম.পি.৩, ওয়েভ ইত্যাদি ফরমেটে হার্ডডিস্কে সেভ করা যায়।া
- হেড ফোন লাগিয়ে রেকোর্ডিং করতে পাবেনা
- রেকোর্ডিং ফাইল প্লে করতে পারবেনা
- সরাসরি ইমেইল এবং এফ.টি.পি সারভারে আপলোড করার অপশন আছো
- শুধু ডেমো ভাসর্ন
তবে একটা কথা আমি স্বীকার করতে চাই যে, এর থেকে জেট অডিও অনেক ভালো হবে। এটি আমাদের সকলের পিসিতে আছে। তবে তবে এটিও আপনারা ব্যবহার করতে পারেন। কবে এটি শুধু ডেমো ভাসর্ন। আপনাদের কাছে যদি এর কী থাকে তাহলে আমার সাথে শেয়ার করতে পারেন।
Posted by Blog at 18:16 0 comments
Labels: কাজের সফটওয়্যার
আপনার আদরের মোবাইলটি পানিতে পড়ে গেলে কি করবেন?
সবাইকে স্বাগতম আমার আজকের টিউনিং পেজে। আসা করি ভাল আছেন। আজ আমি আপনাদের মোবাইল পানিতে পড়ে গেলে কি করতে হবে এ ব্যাপারে টিপস্ দিব। মোবাইল ফোন আমাদের অন্যতম একটি প্রয়োজনীয় বস্তু এবং মোটামোটি এটি সবসময় হাতেই থাকে কিন্তু বিপদ ঘটতে কতক্ষন? এসব বিপদের মাঝে মোবাইল ফোন পানিতে পড়ে যাওয়াটা বেশী হয়ে থাকে। যদি কখনো আপনার প্রীয় মোবাইলটি পনিতে পড়ে যায় তাহলে নিচের টিপসগুলো অনুসরন করে 90% মেরামত করা যাবে।
১। যত তাড়াতাড়ি সম্ভব মোবাইলটি তুলে ফেলুন এবং ব্যাটারিটি খুলে ফেলুন। ব্যাটারি যত তাড়াতাড়ি খুলবেন মোবাইল ফোনের আযুর আসঙ্কা তত কমবে করন পানি বিদ্যূৎ পরিবাহী।
২। এবার সিম কাড খুলে ফোনটি উপর করে টিসু পেপার দিয়ে পানি শুষে ফেলুন।
৩। মোবাইল ফোনটি যত তাড়াতাড়ি সম্ভব কেচিং খুলে ফেলুন এবং তোয়ালে দ্বারা হালকা ভাবে চেপে ধরুন । তোয়ালে গরম করার জন্য আইরন ব্যবহার করতে পারেন। ভাল ফল পেতে আইরনহিটারগান ব্যবহার করতে পারেন।
৫। হতের কাছে এধরনের কোন কিছু পাওয়া না গেলে রোদে মোবাইলটি উল্টো পিঠ করে রাখতে পারেন।
৪। মোবাইলটির ভিতরের পানি ১০০% শুষে গিয়েছে কিনা তা পরীক্ষা করে ব্যাটারি সংযোগ করে মোবাইলটি ব্যবহার করতে পারেন। আসা করি ভাল ফলাফল পাবেন।
৫। অনেক সময় দেখা যায় এঅবস্থায় মোবাইলটি ১০-১৫ যাবার পর সফটওয়্যার চলে যায় এক্ষেএে নতুন করে সফটওয়্যার দিতে হবে।
Posted by Blog at 18:11 0 comments
Labels: মোবাইল ফোন
ফ্রি সাইট তৈরির জন্যে কয়েকটি সহজ এবং পাওয়ারফুল ওয়েবটুল
সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা। কয়েকদিন আগে এক টিউনার ভাই অভিযোগ করেছিলেন যে টপ টিউনার রা আর টিউন করেন না। অভিযোগটা সত্য। অনেক ব্যস্ততার মাঝে নিজেকেই হারিয়ে ফেলেছি। তবে আরেকটা সত্য আছে। সেটা হল, ব্যাস্ততার মাঝেও টেকটিউনস আর প্রিয় টিউনাররা হৃদয় থেকে মুছে যায়নি। তাই তো ফিরে এসেছি ……. যাই হোক কথা না বাড়িয়ে আজকের টিউনের টুলগুলোর সাথে পরিচয় করিয়ে দেই …….
Getshopped
সাধারণত যারা অনলাইনে বিজনেজ রিলেটেড সাইট বানাতে আগ্রহী তারা অবশ্যই এই প্ল্যাটফর্মটি ট্রাই করে দেখতে পারেন। এর সাহায্যে আপনি ফ্রি ওয়েবসাইট ছাড়াও পেজেস, ব্লগ, সেলিং প্ল্যাটফর্ম এবং নিউজলেটার রিলেটেড সাইট ডেভলাপ করতে পারবেন। এছাড়া আছে গুগল চেকআউট, পেপাল, পেমেন্ট এক্সপ্রেস এবং আরো অনেক ট্রাস্টেড পেয়িং প্ল্যাটফর্মের ইন্টিগ্রেশান।
Webnode
মুহুর্তেই high-caliber টাইপের প্রফেশনাল টাইপের সাইট দাড় করাতে চান। তাহলে এই টুলটি আপনার জন্যে। ওয়েবসাইট তৈরি করা থেকে শুরু করে ডিজাইন, মেইন্টেইনিং, কলাবোরেটিং এবং পাওয়ারফুলি রান করাতে এই টুলটি অনেক কেই আকৃষ্ট করেছে।
Jimdo
অত্যন্ত সহজ এবং হ্যান্ডি একটি টুল। শুধু সাইনআপ পর্যন্ত একটু অবান্তর কষ্ট করতে হবে। এরপর আপনার পেজে গিয়ে ঠিক আপনার ছবি আকার খাতার তমে ছবি এবং ইচ্ছামত ভিডিও এ্যাড করে একটি চমৎকার সাইট দাড় করিয়ে নিতে পারবেন।
Webstarts
এই টুলটির ব্যাপারে আলাদা করে কিছুই বলবনা। বলতে পারেন এটি Jimdo র একটি ক্লোন প্ল্যাটফর্ম।
350 pages
প্রথমেই এর এমন একটি ফিচারের কথা বলব যেটা অনেকেই খুজে থাকে। এটি একটি খুবই ফাস্ট এবং পাওয়ারফুল সার্ভারে হোস্ট করানো একটি প্ল্যাটফর্ম। সাইট তৈরির জন্যে আপনাকে আলাদা করে কোন কিছু ডাউনলোড করার অথবা এডিটিং এর কোন দরকার নাই। দরকার শুধু একটি নেট কানেকশান এবং আমাদের কিছু চেনা জানা ব্রাউজার।
Wix
Google sites
Weebly
Do tamplate
Moogo
আশা করি টিউনটি টিউনারদের কাজে আসবে এবং টিউনারদের যাবতীয় সমস্যার সফল সমাধান খুব শীঘ্রই করা হবে।
Posted by Blog at 17:32 0 comments
Labels: ওয়েব ডিজাইন
!!বাঙ্গালী হইয়া জন্মাইছেন আবার নেটও নিছেন অথচ Paltalk ব্যবহার করেন নাই তা হইতে পারে না!!
শিরোনামের ভাষাটা একটু মন্দ হয়ে গেছে বুঝতে পারছি তবুও একটু নতুনত্ব আছে। আজ আপনাদের আমি একটি অসাধারন সফ্টওয়্যার সম্পর্কে বলতে যাচ্ছি যা একটি দারুন চ্যাটিং সফ্টওয়্যার।
এখন হয়ত আপনি বলে উঠবেন চ্যাটিং সফ্টওয়্যার হতে পারে কিন্তু এতে অসাধারন কি পেলেন, তাই না?? এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি তবে তার আগে ডাউনলোড লিংকটা দিয়ে নেই। এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন(আপনার কম্পিউটারের জন্য)। এবারে আসুন জেনে নেই এই চ্যাটিং সফ্ট আপনাকে কি কি দিতে পারেঃ
আমরা সাধারনত বাংলায় চ্যাটিং করতে ইয়াহু মেসেন্জার ব্যবহার করি। কিন্তু ইয়াহুতে সাউন্ড কোয়ালিটি ভাল না আবার অনেকের তো সাইন্ডই আসে না! ইয়াহুতে গল্প অনেক সময়ই জমে না। আবার ইয়াহুতে কোনো রুলস্ নাই, মানে যে কেউ যে কোন কথা বলতে পারে কোনো বাধ বিচার নাই।
কিন্তু ইয়াহু থেকে এসকল ব্যাপারে Paltalk একেবারেই ভিন্ন!! Paltalk এ সর্বদাই গল্প জমানো থাকে। আমাদের এই বাংলাদেশের জন্য অনেকগুলো রুম সর্বদা অনলাইন থাকে যাতে আবার বাংলাদেশী ছাড়া অন্য দেশের লোক থাকে না বললেই চলে। সাউন্ড কোয়ালিটি বলার মত দারুন! আপনার নেটের স্পিড যতটাই কম হোক না কেন আপনি ক্রিষ্টাল ক্লিয়ার সাউন্ড পাবেন। আবার এই চ্যাটিং সফ্ট এর প্রতিটা রুমের একজন এডমিনিষ্ট্রেশান আছে যার জন্য আপনি একটু আউলা কথা বললেই Bounce নামক ডিসকানেক্ট খাবেন!!
আমি নিশ্চিত আপনারা এই সফ্ট ব্যবহার করে দারুন মজা পাবেন। কিভাবে চ্যাটিং করতে হবে তা আশা করি বলে দিতে হবে না আপনি আপনা থেকেই পারবেন। একটু পুরাতন ইউজার হলে আপনি আরও আনন্দ পাবেন, দেখবেন রুমের সবাই আপনাকে চেনে!!
আর এই টিউনটি আগে করা থাকলে দুঃখিত। ভাল লাগলে কমেন্ট দিবেন।
Posted by Blog at 17:30 0 comments
Labels: টিপস এন্ড ট্রিকস
Saturday, 6 February 2010
Placing the AdWods conversion code with the WO code
|
Posted by Blog at 23:37 0 comments
Labels: Adwords
Adword Keyword Tool
| Use the Keyword Tool to get new keyword ideas. Select an option below to enter a few descriptive words or phrases, or type in your website's URL. Keyword Tool Tips Important note: We cannot guarantee that these keywords will improve your campaign performance. We reserve the right to disapprove any keywords you add. You are responsible for the keywords you select and for ensuring that your use of the keywords does not violate any applicable laws. Want more keyword ideas? Try the Search-based Keyword Tool, a new tool that will generate ideas matched to your website. Results are tailored to English, United States Edit Results are tailored to the languages and countries you choose below: |
How would you like to generate keyword ideas?
| Enter one keyword or phrase per line: Use synonyms Type the characters you see in the picture below. Loading... Enter the letters as they are shown in the image above. Letters are not case-sensitive Keyword variations are not currently available. Please wait and try again at a later time. Enter a webpage URL to find keywords related to the content on the page. Required field cannot be left blank The URL is malformed Include other pages on my site linked from this URL Or, enter your own text in the box below. (optional) Use text from your website or business materials to get related keywords: | Selected Keywords: To advertise with these keywords on Google, export them in TEXT or CSV format. Click 'Sign up for AdWords' to create your AdWords account, then paste the keywords into your new campaign. No keywords added yet Loading...
| ||||||||||||||||||||
Close filter options Filter my results Don't show results that contain the following words or phrases (enter one per line): Don't show ideas for new keywords. I only want to see data about the keywords I entered. Include adult content in my keyword results |
Posted by Blog at 23:35 0 comments
Labels: Adwords


